Tuesday, January 24, 2017 6:56 am
Breaking News
Home / Uncategorized / থাইরয়েড সমস্যার ১০ লক্ষণ
থাইরয়েড সমস্যার ১০ লক্ষণ

থাইরয়েড সমস্যার ১০ লক্ষণ

হঠাৎ করে ওজনের তারতম্য হওয়া থাইরয়েড সমস্যার লক্ষণ। ছবি : হরমোনসমেটার

থাইরয়েড গ্রন্থিকে অন্তক্ষরা গ্রন্থি বলা হয়। গলার মধ্যে এডামস অ্যাপেল অংশের ঠিক নিচে এর অবস্থান। এটি প্রজাপতির মতো বিন্যস্ত থাকে। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিসৃত হয়। এই হরমোন নিসরণ বেড়ে বা কমে গেলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, থাইরয়েড ক্যানসার ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে থাইরয়েডে। থাইরয়েডের সমস্যায় কিছু লক্ষণ প্রকাশ পায়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট প্রকাশ করেছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন।

  • অবসন্ন বোধ করা থাইরয়েড সমস্যার একটি লক্ষণ।
  • থাইরয়েডের সমস্যা হলে পেশি ও গাঁটে ব্যথা হতে পারে। তাই এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
  • গলার স্বর কর্কশ এবং ঘাড়ে অস্বস্তিবোধ করাও থাইরয়েড সমস্যার একটি লক্ষণ।
  • উদ্বেগ ও বিষণ্ণতা কেবল মানসিক সমস্যার জন্য নয়, থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে। তাই যদি এমন হয় চিকিৎসকের কাছে যান।
  • হঠাৎ করে ওজনের তারতম্য হওয়াও থাইরয়েড সমস্যার অন্যতম লক্ষণ। ওজন হঠাৎ করে বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে।
  • ঋতুস্রাবের সমস্যা হতে পারে এ সময়।
  • থাইরয়েড সমস্যার একটি অন্যতম লক্ষণ হঠাৎ করে চুল পড়া।
  • ত্বকে অতিরিক্ত শুষ্কতাও হতে পারে থাইরয়েডের সমস্যা হলে।
  • পায়খানা সংক্রান্ত সমস্যা হতে পারে।
  • কখনো কখনো খুব গরম, কখনো কখনো ঠান্ডা অনুভবও কিন্তু থাইরয়েড সমস্যার লক্ষণ। এসব সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

দেশজুড়ে সকল বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের খোঁজ পেতে ও অ্যাপয়েন্টমেন্ট নিতে ভিজিট করুন www.doctorola.com অথবা কল করুন 16484 নম্বরে। Doctorola.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস।